bdlive24

প্রবল বর্ষণে নাইজারে ১৪ ও আইভরিকোস্টে ১১ জনের প্রাণহানি

শনিবার জুন ১৭, ২০১৭, ০৪:২৫ পিএম.


প্রবল বর্ষণে নাইজারে ১৪ ও আইভরিকোস্টে ১১ জনের প্রাণহানি

বিডিলাইভ ডেস্ক: চলতি সপ্তাহে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বাড়ি ধসে নাইজারে অন্তত ১৪ জন ও আইভরি কোস্টে ১১ জনের মৃত্যু হয়েছে। নাইজারে নিহতদের অধিকাংশই শিশু। শুক্রবার জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তারা একথা জানান।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কার্যালয় ওসিএইচএ জানায়, নাইজারের রাজধানী নাইমেইতে ভবন ধসে ১৪ জন মারা গেছে। এই ঘটনায় আরো চারজন নিখোঁজ রয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে নয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে শুক্রবার বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা আট থেকে বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এখানে একজন নিখোঁজ এবং ভূমিধস ও বন্যায় কয়েকশ’ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

পশ্চিম আফ্রিকায় বর্ষা মৌসুম তিন থেকে চারমাস স্থায়ী থাকে। এ সময় আবিদজানের পার্বত্যাঞ্চলে প্রায়ই প্রাণহানি ও ব্যাপক ক্ষতি হয়। ২০১৪ সালে এখানে ৩৯ জন ও গত বছর ১৬ জনের মৃত্যু হয়।

নাইজারে এ সপ্তাহের বৃষ্টিপাতে ৩৫০টি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং তিন হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।
গত বছর দেশটিতে বন্যায় অর্ধশত লোক প্রাণ হারায়।


ঢাকা, জুন ১৭(বিডিলাইভ২৪)// ই নি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.