bdlive24

খাগড়াছড়িতে পাহাড় ধসে ৩ শিশু নিহত

রবিবার জুন ১৮, ২০১৭, ১১:৫৫ এএম.


খাগড়াছড়িতে পাহাড় ধসে ৩ শিশু নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দুই জায়গায় পাহাড় ধসে দুই ভাইসহ তিন শিশু নিহত হয়েছে। লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলয় রোববার সকালে এ ঘটনা ঘটে। লক্ষ্মীছড়ি থানার ওসি আরিফ জানান, জতিন্দ্র কারবারী পাড়ায় সকাল ৭টার দিকে পাহাড় ধসে লিটন চাকমার (৭) মৃত্যু হয়।

এর আগে ভোরের দিকে রামগড়ের নাকাপা বুদুমছড়া এলাকায় পাহাড় ধসের এ ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয় বলে জেলার পলিশ সুপার আলী আহমদ খান জানান।

নিহতরা হল- ওই এলাকার গোলাম মোস্তাফার দুই ছেলে নূরনবী (১৪) ও নূর হোসেন (১০)। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে বলে জানান তিনি।

রামগড় থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “পাহাড় ধসে ঘর চাপা পড়ে ওই দুই ভাইরের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি” নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে গত ১২ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে শনিবার পর্যন্ত ১৫৯ জনের লাশ উদ্ধারের তথ্য জানায় স্থানীয় প্রশাসন।ঢাকা, জুন ১৮(বিডিলাইভ২৪)// আর কে
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.