bdlive24

রণবীরকে কেন টাকা দিলেন শাহরুখ?

রবিবার জুন ১৮, ২০১৭, ০১:৪৬ পিএম.


রণবীরকে কেন টাকা দিলেন শাহরুখ?

বিডিলাইভ ডেস্ক: রণবীর কাপূরের বাজার নাকি তেমন ভাল যাচ্ছে না। ‘বরফি’, ‘তামাশা’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এই ছবিগুলোতে তার অভিনয় প্রশংসিত হলেও তেমন হিট হয়নি। এইদিকে ‘জগ্গা জাসুস’-এর মুক্তি নিয়েও অনিশ্চয়তার ছায়া পড়ে আছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল একটি ছবি, রণবীরকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন শাহরুখ।

আসলে বেপারটা হলো  রণবীরের পাওনা টাকা পরিশোধ করে তার প্রমাণ হিসেবে ছবি তুলে  সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন শাহরুখ। গতকাল শনিবার এক টুইট-বার্তায় এটি নিশ্চিত করেছেন তিনি।

তবে ইন্ডাস্ট্রির জুনিয়রকে টাকা দিয়ে সাহায্য করলেন কিঙ্গ খান? বিষয়টা কী ঠিক? আসলে শাহরুখ খানের পরবর্তী ছবির নাম দিয়েছেন রণবীর। ইমতিয়াজ আলির পরের ছবি ‘যব হ্যারি মেট সেজল’-এ এক সঙ্গে কাজ করছেন শাহরুখ ও অনুষ্কা। সেই ছবির নামটি নাকি দিয়েছেন রণবীর কাপূর।

তবে ছবির ‘যব’ অংশটুকু নাকি পরিচালক কর্ণ জোহরের দেওয়া। সে কথাও ছবির ক্যাপশনে ফলাও করে জানিয়েছেন কিঙ্গ খান। এমনকী রণবীরকে দেওয়া পাঁচ হাজারের মধ্যে থেকে কর্ণকে তার বরাদ্দ টাকা দেওয়ারও পরামর্শ দিয়েছেন শাহরুখ।

এর উত্তরে আবার কর্ণ লিখেছেন, তিনি তার প্রাপ্য ১২৫০ টাকার জন্য অপেক্ষা করছেন।


ঢাকা, জুন ১৮(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.