bdlive24

রাঙামাটিতে ফের ভারি বর্ষণ, আশ্রয়কেন্দ্রে ভিড়

রবিবার জুন ১৮, ২০১৭, ০৩:৪০ পিএম.


রাঙামাটিতে ফের ভারি বর্ষণ, আশ্রয়কেন্দ্রে ভিড়

রাঙ্গামাটি প্রতিনিধি: আজ রোববার ভোর থেকে আবারও থেমে থেমে প্রবল বৃষ্টি শুরু হয়েছে রাঙামাটিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষ। বৃষ্টি বাড়তে থাকায় পাহাড় ধসের আশঙ্কায় সাধারণ মানুষ ভিড় করছেন আশ্রয়কেন্দ্রগুলোয়। প্রশাসন থেকেও জনগণকে মাইকিংয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে বৃষ্টি বাড়তে থাকায় কাপ্তাই হ্রদেও পানি বাড়ছে। কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দেড় ফুট খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ২৭ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান। তিনি জানান, হ্রদে এখন দিনে ৮০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও প্রায় ২৪ ফুট বেড়ে রবিবার সকাল পর্যন্ত পানি রয়েছে ১০৪ এমএসএল। কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

উল্লেখ্য গত ১২ জুন রাত থেকে পাহাড় ধসে রাঙামাটিতে ১১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাহাড় ধসের ঘটনায় পার্বত্য জেলাগুলোর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।


ঢাকা, জুন ১৮(বিডিলাইভ২৪)// আর কে
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.