bdlive24

শিবালয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রবিবার জুন ১৮, ২০১৭, ০৫:১৮ পিএম.


শিবালয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। আজ রোববার ভোর ৬টার দিকে আড়পাড়া এলাকায় মেগাফিড কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (২৫) নোয়াখালী সদর উপজেলার বালিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

অপর দিকে, একইদিনে ভোর সাড়ে ৬টায় একই উপজেলার টেপড়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী আফছার উদ্দিন (৫৫) নিহত হন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুইটি নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবুজের মরদেহ গ্রহণ করেছেন তার চাচা লিটন মিয়া ও আফছার উদ্দিনের মরদেহ গ্রহণ করেছেন তার ছেলে আকাশ মিয়া। উভয় দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা, জুন ১৮(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.