bdlive24

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশ ছাড়তে চসিকের মাইকিং

রবিবার জুন ১৮, ২০১৭, ০৬:০০ পিএম.


চট্টগ্রামে পাহাড়ের পাদদেশ ছাড়তে চসিকের মাইকিং

কে.এম জাহেদ, চট্টগ্রাম ব্যুরো: নগরীর চকবাজার থানার এলাকায় দেবপাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতঘর ছাড়তে মাইকিং করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোরবার ভোররাতে ওই এলাকার দেবপাহাড়, নূর পাহাড়, মহসিন কলেজ পাহাড়সহ কয়েকটি পাহাড়ের মাটি ধসে পড়ার খবর পেয়ে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশে এ মাইকিং করা হয়।

এ প্রসঙ্গে চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক বলেন, ভারী বৃষ্টির কারণে দেবপাহাড় থেকে মাটি ধসে পড়েছে এমন সংবাদের ভিত্তিতে মেয়র আমাদের পাঠিয়েছেন। পাহাড়ের পাদদেশে বসাবসরত প্রায় ৩০ থেকে ৩৫টি ঘরের বাসিন্দাদের নিরাপদে যাওয়ার জন্য বলেছি। মাইকিংও করা হয়েছে।

তিনি বলেন, বাসিন্দারা ঘর ছাড়তে আগ্রহী নন। বিষয়টি চকবাজার থানার ওসিকে জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতঘরের বাসিন্দারা সরে না গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, জেলা প্রশাসন বা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হলে আমরা পুলিশ ফোর্স দিয়ে সব ধরনের সহযোগিতা করবো।


ঢাকা, জুন ১৮(বিডিলাইভ২৪)// ই নি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.