bdlive24

ইমরান-ন্যান্সী'র ঈদের চমক 'ঠিক বেঠিক'

রবিবার জুন ১৮, ২০১৭, ০৯:৫৬ পিএম.


ইমরান-ন্যান্সী'র ঈদের চমক 'ঠিক বেঠিক'

বিনোদন রিপোর্ট: বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান ও ন্যান্সী'র এই ঈদের বড় চমক "ঠিক বেঠিক"।

রোমান্টিক ধাঁচের এই গানটি গতকাল সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

"ঠিক বেঠিক" শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।

এছাড়াও ইমরান-ন্যান্সী'র "ঠিক বেঠিক" গানটি "নাইনটি নাইন ম্যানসন" নামক সিনেমা তে শোনা যাবে।


ঢাকা, জুন ১৮(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.