bdlive24

ঈদকে সামনে রেখে কনার ‘খামোখাই ভালোবাসি’

সোমবার জুন ১৯, ২০১৭, ০৫:২৪ এএম.


ঈদকে সামনে রেখে কনার ‘খামোখাই ভালোবাসি’

কাহহার সামি: ঈদকে সামনে রেখেই তৈরি হচ্ছে কনার কণ্ঠে গাওয়া নতুন মিউজিক ভিডিও। ‘খামোখাই ভালোবাসি’ শিরোনামের এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন পনি আবেদিন। আইডিয়া ও কোরিও গ্রাফিতেও ছিলেন পরিচালক নিজেই। সোমেশ্বর আলির লেখায় সংগীত পরিচালনা করেন সাজিদ সরকার।

মিউজিক ভিডিওটিতে দেখা যাবে সেই ১৪ শতকের সেল্টিক যুগ। যখন গহীন জাদুময়ী জঙ্গলে এক রাজকন্যার সাথে ভালোবাসার দূত মিলিয়ে দেয় তার স্বপ্নের রাজকুমারকে! রাজকন্যার আগ্রহের অবসান ঘটে, সকল অপেক্ষার প্রহর শেষ করে সে কাছে গিয়ে দাঁড়ায় তার রাজ কুমারের সামনে!
 
অবাক করা এমনি এক রোমান্টিক ভিডিওতে কণাকে চমৎকার একটি সাদা গাউনে দেখা যাবে। অন্যদিকে মডেল ফাইজকেও দেখা যাবে একদম সেল্টিক যুগের রাজকুমারের পোষাকে যার কোমরে ঝুলবে ডিজাইনার তরবারি!

সিএমভি’র প্রযোজনা আর মোশনরক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে সম্প্রতি ভিডিওটির শ্যুটিং শেষ হলো।  

ঈদে উৎসবকে সামনে রেখে তৈরি এই ভিডিওতে  প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ‘শিগগিরই ভিডিওটি মুক্তি পাচ্ছে সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।’


ঢাকা, জুন ১৯(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.