bdlive24

২০১৮ নয়, পরবর্তী টি২০ বিশ্বকাপ ২০২০ সালে

সোমবার জুন ১৯, ২০১৭, ০৫:৫২ এএম.


২০১৮ নয়, পরবর্তী টি২০ বিশ্বকাপ ২০২০ সালে

বিডিলাইভ ডেস্ক: টি২০ বিশ্বকাপের সপ্তম আসর আগামী বছর অনুষ্ঠিত হচ্ছে না। শীর্ষ দলগুলো দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকায় সপ্তম আসর ২০১৮’র পরিবর্তে ২০২০ সালে অনুষ্ঠিত হবে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপের পরবর্তী আসর ২০২০ সালে অনুষ্ঠিত হবে। তবে কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

আইসিসির গুরুত্বপূর্ণ এক কর্মকতা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে, টি২০ বিশ্বকাপের ২০১৮ আসর আমরা বাদ দিচ্ছি। দেখুন, কোন ভেন্যুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয় হয়নি। প্রথম কারণ হচ্ছে সদস্য দেশগুলো অনেক দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে। ২০১৮ সালে এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। যাই হোক ২০২০ সালে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে।’

সূত্রটি জানায়, ২০২০ সালে টুর্নামেন্ট মাঠে ফিরবে। দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে পারে সপ্তম আসর। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও আইসিসি’র অনেক ইভেন্ট হচ্ছে। সদস্য দেশগুলোও টুর্নামেন্ট পিছানোর পক্ষে।

দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালে বসেছিল টি২০ বিশ্বকাপের উদ্বোধনী আসর। এরপর ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১০), শ্রীলঙ্কা (২০১২) এবং বাংলাদেশ (২০১৪) এবং ভারত (২০১৬) পরবর্তী আসরগুলো আয়োজন করেছিল। এটা অত্যন্ত পরিষ্কার যে প্রায় সকল বোর্ডেরই নিজস্ব ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ রয়েছে।

অপর কারণটি হচ্ছে বোর্ডগুলোর রাজস্ব আয়ের অধিকাংশ আসে দ্বিপাক্ষিক সিরিজের প্রচার স্বত্ব থেকে। টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত না হলে সেটা আইসিসি’র জন্য একটা বিপর্যয় হবে কিনা- প্রশ্নের জবাবে সূত্র জানায়, ‘আদৌ তা নয়। বিশ্বে অনেক টি-২০ লীগ অনুষ্ঠিত হচ্ছে এবং ভক্তরা অনেক খেলা দেখতে পাবে।’

সূত্র: বাসস।


ঢাকা, জুন ১৯(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.