bdlive24

গুগলের ‘পিক্সেল টু’ অনন্য এক স্মার্টফোন

সোমবার জুন ১৯, ২০১৭, ০১:১০ পিএম.


গুগলের ‘পিক্সেল টু’ অনন্য এক স্মার্টফোন

বিডিলাইভ রিপোর্ট: সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে গুগলের আপকার্মিং স্মার্টফোন পিক্সেল টুর কনসেপ্ট। ভিডিওতে অনন্য এক ফোনের দেখা মিলছে। ভিডিও অনুযায়ী ফোনটি হবে স্লিম। এতে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা।

কনসেপ্ট ভিডিও অনুযায়ী পিক্সেল ২ ফোনটিতে বড় ডিসপ্লে দেখা গেছে। এতে টু টোন গ্লাস এবং মেটাল বডির তৈরি। এই ফোনটিতে থিন বেজেল থাকছে। অনেকটা এলজির জি৬ এর মত।

ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকবে। এই হেডফোন জ্যাক গুগলের আইফোন ৭ এর মত দেখতে।

গুগলের পিক্সেল ২ ফোনটিতে ৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে থাকছে। এতে অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৬ জিবি র‌্যামের এই ফোনটিতে ১২৮ জিবি বিল্টইন মেমোরি থাকবে। এর ফ্রন্ট ক্যামেরা ৭ মেগাপিক্সেলের।

পিক্সেল ২ ফোনটিতে ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি ধুলোবালি ও পানিরোধী। ফোনটি অ্যানড্রয়েড জিরো অপারেটিং সিস্টেম চালিত।

ভিডিও:


ঢাকা, জুন ১৯(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.