bdlive24

বৃষ্টি অব্যাহত থাকতে পারে

সোমবার জুন ১৯, ২০১৭, ০৩:০৬ পিএম.


বৃষ্টি অব্যাহত থাকতে পারে

বিডিলাইভ রিপোর্ট: কালো মেঘে ছেয়ে আছে আকাশ। থেমে থেমে হচ্ছে বৃষ্টি। কখনো হালকা, কখনোবা মুষলধারে বৃষ্টি। ব্রজপাতও হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় এই চিত্র।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর সক্রিয়তাই বৃষ্টিপাতের কারণ। এই অবস্থা আরও কয়েক দিন চলবে। আজ সোমবার সকাল নয়টা দিকে ঢাকায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ঘণ্টা দুয়েকের ভারী বৃষ্টিতে নগরের বেশির ভাগ এলাকার গলি থেকে রাজপথ পানিতে টইটম্বুর। বেলা একটার সময়ও মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী, ১৩ নম্বর, ভাষানটেক, উত্তরা, বনানী, রামপুরা, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোড়, ফার্মগেট, তেজতুরী বাজার, তেজকুনিপাড়া, মানিক মিয়া অ্যাভিনিউ, মৌচাক, দক্ষিণ বনশ্রী, কারওয়ান বাজার, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনের সড়কে পানি জমে থাকতে দেখা গেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (পশ্চিম) লিটন কুমার সাহা বলেন, বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেলে সিএনজি অটোরিকশার মতো ছোট যানবাহনগুলো বিকল হয়ে পড়ে। একটি যানবাহন নষ্ট হলে পুরো রাস্তায় যানজট ছড়িয়ে পড়ে। তবে দুপুর পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি।

ট্রাফিক বিভাগের কয়েকজন সহকারী কমিশনারের মতে, বেলা তিনটার দিকে অফিস ছুটির পর যানজট হতে পারে। এ সময় যদি বৃষ্টি হয়, তাহলে দুর্ভোগের পরিমাণ বাড়বে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা আপাতত দেখছেন না। আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ঢাকা, জুন ১৯(বিডিলাইভ২৪)// আর কে
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.