bdlive24

বশেমুরবিপ্রবিতে ঈদের ছুটি শুরু ২২ জুন

সোমবার জুন ১৯, ২০১৭, ০৩:৩০ পিএম.


বশেমুরবিপ্রবিতে ঈদের ছুটি শুরু ২২ জুন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ, রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২২ জুন থেকে ১৭ দিনের দীর্ঘ ছুটি শুরু হবে।
 
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি আগামী ২২ জুন থেকে শুরু হয়ে ৮ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটি চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল গুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন।

গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামী ৯ জুলাই থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা  ও একাডেমিক কর্মকান্ড শুরু হবে।

বশেমুরবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


ঢাকা, জুন ১৯(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.