bdlive24

একসঙ্গে তারা তিন জন

সোমবার জুন ১৯, ২০১৭, ০৪:৫২ পিএম.


একসঙ্গে তারা তিন জন

বিডিলাইভ ডেস্ক: বলিউড পরিচালক শ্রীরাম রাঘাবান এর ছবিতে প্রথমবারের মত অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অায়ুষ্মান খুরানা। ছবির নাম 'শুট দ্যা পিয়ানো প্লেয়ার'। এছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এছাড়া এ ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী টাবু।

এই পরিচালকের সর্বশেষ ছবি 'বদলাপুর' এর বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। তাদের মধ্যে রয়েছেন, বিনয় পাঠক এবং অশ্বিনি কালসেকার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং পুনেতে এর অভিনয়ের কথাও প্রকাশ করেছেন তিনি। এ সপ্তাহেই শুটিংয়ে যোগ দেয়ার কথা রয়েছে রাধিকা এবং টাবুর।


ঢাকা, জুন ১৯(বিডিলাইভ২৪)// কে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.