bdlive24

রাউজানের ডাবুয়া খালে ডুবে ছাত্রের মৃত্যু

সোমবার জুন ১৯, ২০১৭, ০৬:২৬ পিএম.


রাউজানের ডাবুয়া খালে ডুবে ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজানের ডাবুয়া খালে ডুবে মিঠুন দে ( ১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

অাজ সোমবার সকালে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। মিঠুন বাশঁখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পুর্ণাধ্ব বিকাশদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ডাবুয়া খালে পা পিছলে পড়ে গিয়ে নিখোঁজ ছিল চলতি বছরের এসএসসি পরিক্ষায় অংশ নেওয়া মিঠুন। পরে বেলা পৌনে ২টার দিকে আগ্রাবাদ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে রাউজান থানার এসআই নূরনবী জানান, চট্টগ্রাম শহরের বালুছড়া থেকে ডাবুয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল মিঠুন। সকালে বোনের বাড়ির ডাবুয়া খালের পাড়ের টয়লেটে গেলে পা পিছলে খালে পড়ে গিয়ে ডুবে যায় সে। পরে আশেপাশে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। 


ঢাকা, জুন ১৯(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.