bdlive24

ফ্লেক্সিবল ডিসপ্লের ল্যাপটপ আনছে লেনোভো

বৃহস্পতিবার জুন ২২, ২০১৭, ০৩:৩৪ পিএম.


ফ্লেক্সিবল ডিসপ্লের ল্যাপটপ আনছে লেনোভো

বিডিলাইভ রিপোর্ট: ফ্লেক্সিবল ডিসপ্লের ল্যাপটপ উৎপাদনে কাজ করছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। এটি কাগজের মত মোড়ানো যাবে।

সম্প্রতি নতুন ডিসপ্লের এই ল্যাপটপটির ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। প্রকাশিত ছবি ও তথ্য মতে এটি হবে লেনোভোর থিঙ্কপ্যাড। এটি এখন কনসেপ্ট পর্যায়ে রয়েছে। ল্যাপটপটিতে ফুল কিবোর্ড থাকবে।

লেনোভো তাদের এই বিশেষ ল্যাপটপটির ছবি ও ভিডিও নিউইয়র্কের একটি ইভেন্টে প্রদর্শন করে। এতে দেখা গেছে ল্যাপটপটি ইউনিবডি ডিজাইনে তৈরি হবে।

লেনোভোর কমার্শিয়াল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিসটিয়ান টেইসম্যান বলেন, ‘লেনোভো এমন একটি ল্যাপটপ উৎপাদন করতে যাচ্ছে যাতে কোনো কজ্বা থাকবে না। এই ল্যাপটপটি মোড়ানো যাবে। এর ডিসপ্লে হবে নমনীয়।’

তবে ল্যাপটপটি ঠিক কবে নাগাদা বাজারে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


ঢাকা, জুন ২২(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.