bdlive24

এবার উবারের স্পিডবোট সার্ভিস

সোমবার জুলাই ০৩, ২০১৭, ০৯:২৮ পিএম.


এবার উবারের স্পিডবোট সার্ভিস

বিডিলাইভ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্সি অ্যাপ পরিষেবা নেটওয়ার্ক উবার এখন পৃথিবীর সব দেশে ব্যাপক জনপ্রিয়। চটজলদি ট্যাক্সির পরিষেবা উবারের জুড়িমেলা ভার।

এবার এই সংস্থাটি নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে স্পিডবোটও ভাড়া নেওয়ার কথা জানিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের তরফ থেকে জানা গিয়েছে, গত শুক্রবার ক্রোয়েশিয়াতে ‘উবারবোট’ নামে এই পরিষেবা চালু হয়েছে।

প্রাথমিকভাবে এই উবারবোট গ্রীষ্মকালে ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সৈকতে বেড়াতে আসা পর্যটকদের এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেবে।

ফলে ভ্রমণ পিপাসুরা সৈকতে বেড়াতে এসে এক শহর থেকে অন্য শহরে উবার বোটের সাহায্যে যাতায়াত করতে পারবেন। জানা গিয়েছে, উবারের স্পিডবোটগুলো একসঙ্গে ১২ জন যাত্রী বহনে সক্ষম। স্পিডবোটগুলো ক্রোয়েশিয়ার মূল ভূখণ্ডের ভেতর এবং এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াত করবে। এ জন্য খরচ পড়বে জনপ্রতি ৪শ’ ডলার। এ পরিষেবা খুব দ্রুতই অন্যান্য দেশেও চালু করার কথা পরিকল্পনা করছে উবার। ইতোমধ্যে এই বোট সার্ভিস নিয়ে ইস্তাম্বুল ও মিয়ামিতে পরীক্ষা চলছে।


ঢাকা, জুলাই ০৩(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.