bdlive24

দীপিকাকে ‘ভুলতে পারেননি’ জকোভিচ

সোমবার জুলাই ১০, ২০১৭, ০২:৫৮ পিএম.


দীপিকাকে ‘ভুলতে পারেননি’ জকোভিচ

বিডিলাইভ ডেস্ক: ২০১৪ সালে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে জকোভিচের সঙ্গে ডাবলস ম্যাচ খেলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেখান থেকেই দীপিকার প্রতি জকোর দুর্বলতা।

এরপর ২০১৫ সালের জুলাইয়ে উইম্বলডনের সময় দীপিকা আর জকোভিচ পরিবারকে একই ফ্রেমে দেখাও গিয়েছিল। সে সময় জকোর স্ত্রীর জেলিনার সঙ্গে আলাপ হয় দীপিকার।

সর্বশেষ গত বছর জকোভিচ আর দীপিকাকে আবারও একসঙ্গে দেখা যায় লস এঞ্জেলেসে। বিদেশী গণমাধ্যম দীপিকাকে চিনতে পারেনি।

ছবি ছেপে শিরোনামে লেখা হয়েছিল, ‘জকোভিচ আর তার অনুরাগী নারী।’ এমন শিরোনাম দেখে ক্ষেপে যান দীপিকার ভক্তরা। টুইটারে ওঠে সমালোচনার ঝড়। অবশ্য সেই সময় জকো জানিয়েছিলেন দীপিকা তার স্ত্রী জেলিনার বন্ধু।

দীর্ঘদিন পর সেই সম্পর্কের কথা আবারও খবরের কাগজে। জকো-দীপিকার সম্পর্ক নিয়ে বোমা ফাটালেন তার সাবেক বান্ধবী নাতাসা বেকভালাচ। জকোভিচ আর নাতাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পর সার্বিয়ান টেনিস তারকার জীবনে আসেন জেলিনা। ২০১৪ সালে জেলিনাকে বিয়ে করেন জকো। এবার নাতাসা জানালেন ‘দীপিকার সঙ্গে ডেটিং করতে পারলে জকো একটু বেশিই খুশি হত। তাকে এখনও ভুলতে পারেনি জকোভিচ।’


ঢাকা, জুলাই ১০(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.