bdlive24

দীর্ঘায়িত হচ্ছে এইডস রোগীদের জীবন

বৃহস্পতিবার জুলাই ২০, ২০১৭, ০৮:১৮ পিএম.


দীর্ঘায়িত হচ্ছে এইডস রোগীদের জীবন

বিডিলাইভ ডেস্ক: মরণঘাতী এইডসে আক্রান্ত রোগীরা তাদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পেতে শুরু করেছে।

জাতিসংঘের একটি রিপোর্টে বলা হচ্ছে বিশ্বজুড়ে আক্রান্তদের মধ্যে অন্তত অর্ধেক জীবন রক্ষাকারী চিকিৎসা পাচ্ছেন।

এইডস বিষয় জাতিসংঘ সংস্থা- ইউএনএইডস এজেন্সির মতে গত প্রায় দশ লাখ মানুষ এইডসের কারণে মৃত্যুবরণ করেছে, যা ২০০৫ সালের তুলনায় অর্ধেক।

ইউএনএইডস বলছে আফ্রিকার দক্ষিণ ও পূর্বাঞ্চলে এইডসের চিকিৎসা কর্মসূচির সুনির্দিষ্ট উন্নতি হয়েছে এবং নতুন করে আক্রান্ত হওয়ার হারও কমছে।

রিপোর্ট অনুযায়ী চিকিৎসার কারণে গত এক দশকে প্রত্যাশিত আয়ুষ্কাল অন্তত দশ বছর বেড়েছে।

যদিও সংস্থাটি উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এশিয়া ও পূর্ব ইউরোপে এইডসের চিকিৎসা সুবিধার অপর্যাপ্ততায় উদ্বেগ প্রকাশ করেছে।


ঢাকা, জুলাই ২০(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.