bdlive24

ইতালির ফিরেন্সে বিএনপির মত বিনিময় সভা

মঙ্গলবার জুলাই ২৫, ২০১৭, ১১:১৪ এএম.


ইতালির ফিরেন্সে বিএনপির মত বিনিময় সভা

প্রবাসী ডেস্ক: ২৩ ই জুলাই রোজ রোববার ফিরেন্স ইতালি বিএনপির উদ্যোগে পরতা নভা ৩৩ হলরুমে ইতালি কেন্দ্রিয় কমিটির নির্দেশে ফিরেন্স বিএনপির উপদেষ্টা মন্ডলীদের আহবানে ফিরেন্স নতুন কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কোরঅান তেলোয়াত করেন হাফেজ বাছির। এসময় দেশে যেসব বিএনপি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মত বিনিময় সভায় ঢাকা, সিলেট, নোয়াখালী, ফেনী, ভোলা, চাঁদপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বি. বাড়িয়া, মানিকগঞ্জ, গাজীপুরসহ অারো অনেকে জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় সবার সিদ্ধান্তে একটি কমিটি গঠনের আশা প্রকাশ করা হয়।


ঢাকা, জুলাই ২৫(বিডিলাইভ২৪)// এস আর
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.