bdlive24

অভিনয়ে ফিরলেন মিথিলা

শুক্রবার জুলাই ২৮, ২০১৭, ০৪:১৭ পিএম.


অভিনয়ে ফিরলেন মিথিলা

বিডিলাইভ রিপোর্ট: তাহসান-মিথিলার বিচ্ছেদ নিয়ে গত কয়েকদিন কম অালোচনা-সমালোচনা হয়নি। এক কথায় জনপ্রিয় এই জুটির দীর্ঘ ১১ বছরের সংসার এভাবে ভেঙে যাবে এটি অন্তত ভাবতে পারেননি অনেকেই।

তবে বিচ্ছেদ হওয়ার পর দুজনই ব্যস্ত অাছেন নিজেদের গোছানোর চেষ্টায়। এই ধাক্কা ও অনেকদিনের বিরতি শেষে অাবারো ক্যামেরার সামনে হাজির হলেন মিথিলা।

গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরার একটি শুটিং হাউসে ‘ব্যাচ ২৭’ টেলিফিল্মের সিক্যুয়েল ‘ব্যাচ ২৭—দ্য লাস্ট পেইজ’-এর শুটিংয়ে অংশগ্রহণ করেন এ অভিনেত্রী।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ব্যাচ ২৭’ টেলিফিল্মটি ঈদুল ফিতরে এনটিভিতে প্রচারিত হয়েছিল। টেলিফিল্মটিতে অপূর্বর বিপরীতে জেরিন চরিত্রে অভিনয় করেছিলেন মিথিলা।

টেলিফিল্মটিতে অপূর্ব ও মিথিলার পাশাপাশি অপর্না ঘোষ অভিনয় করলেও এর সিক্যুয়েলে থাকবেন না তিনি। নতুন শিল্পী হিসেবে টেলিফিল্মটিতে অভিনেত্রী মেহজাবীনকে দেখা যেতে পারে।

আসছে ঈদুল আজহায় এনটিভিতে টেলিফিল্মটি প্রচারিত হবে।


ঢাকা, জুলাই ২৮(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.