bdlive24

চট্টগ্রামে ভবনের দেয়াল ধসে আহত ৬

মঙ্গলবার আগস্ট ০১, ২০১৭, ০৭:২৯ পিএম.


চট্টগ্রামে ভবনের দেয়াল ধসে আহত ৬

চট্টগ্রাম ব্যুরো: নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার নজু মিয়া লেইনের চার নম্বর গলির একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। এতে ছয়জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ।

আহতরা হলেন- মো. বাবুল (১৫), অরিফ (১৮), মো. আজমীর (২২), মো. আলতাফ (২৬), মো. বেলাল (৩০) ও নুরনবী (৩২)।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর ইসমাইল হোসেন বলেন, পাথরঘাটার নজু মিয়া লেইনে সিটি করপোরেশনের উদ্যোগে নাল খনন করে ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে প্রায় ৮ ফুট উচ্চাতা ও ৮০ ফুট দীর্ঘ নালার পাশে ভবনের সীমানা দেয়ালটি ভেঙে পড়ে। এসময় কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, দুপুরে আহত অবস্থায় ছয় শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত।


ঢাকা, আগস্ট ০১(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.