bdlive24

এবার হলিউডে বাহুবলি'র রানা দগ্গুবাতি

মঙ্গলবার আগস্ট ০১, ২০১৭, ০৮:২৭ পিএম.


এবার হলিউডে বাহুবলি'র রানা দগ্গুবাতি

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমা থেকে হলিউডে পা রেখে বারবার আলোচনায় উঠে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দিপীকা পাড়ুকোন। এছাড়াও আরেক জনপ্রিয় অভিনেতা ধানুশের হলিউড সিনেমার শুটিং চলছে।

এবার সেই পথেরই পথিক হতে চলেছেন বাহুবলি খ্যাত অভিনেতা রানা দগ্গুবাতি। আন্তর্জাতিক স্তরে পা রাখছেন রানা। লন্ডন ডিজিটাল মুভি & টিভি স্টুডিওস এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এলডিএম'র সঙ্গে ২০১৮ সালে কাজ শুরু করবেন রানা। পাশাপাশি এই ভারতীয় সিনেমার তারকাকে এশিয়ান ব্র্যান্ড অ্যম্বাসেডর করার কথাও নিজের প্রেস রিলিজে জানিয়েছে এলডিএম।

রাজামৌলির 'বাহুবলি'ই খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে রানাকে। আর তারপর তার আসন্ন ছবি 'নেনে রাজা নেনে মন্ত্রী'র প্রমোশনেই আপাতত ব্যস্ত রানা দগ্গুবাতি। এছাড়াও মধুবন অভিনীত ব্লকবাস্টার হিট 'বিক্রম ভেদা'র তামিল রিমেকেও দেখা ‌যাবে রানা দগ্গুবাতিকে।


ঢাকা, আগস্ট ০১(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.