bdlive24

‘বিজলি’তে দর্শক দেখবে এক ভিন্ন ববিকে

মঙ্গলবার আগস্ট ০১, ২০১৭, ০৯:৩৯ পিএম.


‘বিজলি’তে দর্শক দেখবে এক ভিন্ন ববিকে

বিনোদন ডেস্ক: ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলি’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন ববি।

আসছে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। ছবি ও অন্যান্য বিষয় নিয়ে কথা হলো ববির সঙ্গে...

‘বিজলি’ ছবিতে আপনাকে কীভাবে দেখতে পাবেন দর্শক?

প্রথমে বলতে চাই, এ ছবিতে ভিন্ন ববিকে দেখতে পাবেন দর্শক। এখানে আমি ‘বিজলি’ চরিত্রে অভিনয় করেছি। ছবিতে এমন কিছু আছে, যা আগে ঢালিউডের কোনো ছবিতে দেখানো হয়নি। এ ধরনের ছবি আমাদের দেশে এখন বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখন আমাদের ছবি করা প্রয়োজন।

ছবিতে কলকাতার নবাগত মডেল-অভিনেতা রণবীর আপনার সঙ্গে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

বাংলাদেশে রণবীবের এটাই প্রথম সিনেমা। কাজের ব্যাপারে অনেক সিরিয়াস রণবীর। শুটিংয়ের প্রস্তুতি, গেটআপ ও মেকআপে অনেক সচেতন ছিলেন তিনি। ছবির প্রচারের সময় আবারও রণবীর ঢাকায় আসবেন।

ঈদে ছবি মুক্তির সময় কেন বেছে নিলেন?

প্রথমত, ছবির বাজেট অনেক বেশি। আমরা উন্নত সব প্রযুক্তি ছবিতে ব্যবহার করেছি। ভাবলাম, ঈদে ছবিটি মুক্তি দিলে অনেক দর্শক ছবিটি দেখতে পাবেন। কারণ, ঈদে সবার ছুটি থাকে। এ ছাড়া ঈদে দর্শক নতুন ও বিশেষ সিনেমাগুলোর প্রতি আগ্রহী হয়। আর যদিও দেশের পাশাপাশি বিদেশের অনেক লোকেশনে আমরা শুটিং করেছি, কিন্তু ছবিটি দেখে একবারের জন্যও মনে হবে না যে এটা দেশের ছবি নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবির গল্প সায়েন্স ফিকশনধর্মী।

বাংলাদেশের সিলেটে, ভারতের দার্জিলিং ও কলকাতায়, থাইল্যান্ড ও আইসল্যান্ডের সুন্দর সুন্দর অনেক লোকেশনে শুটিং হয়েছিল।

অভিনেত্রীর পাশাপাশি ছবির প্রযোজকও আপনি। কোনো বাড়তি চাপ অনুভব করছেন কি?

একটু চাপ তো লাগছেই। বুঝতেই পারছেন, প্রথমবারের মতো অনেক বড় দায়িত্ব নিয়েছি।

মুক্তির অপেক্ষায় আর কী কী ছবি আছে?

‘বৃদ্ধাশ্রম’ ও ‘নীলিমা’। সামনে শিগগির নতুন সিনেমার খবর জানাতে পাবর। সূ্ত্র: এনটিভি।


ঢাকা, আগস্ট ০১(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.