bdlive24

সাইফ পাওয়ারটেক নতুন প্রকল্পের উৎপাদন শুরু করবে

বৃহস্পতিবার আগস্ট ০৩, ২০১৭, ১০:৫৯ এএম.


সাইফ পাওয়ারটেক নতুন প্রকল্পের উৎপাদন শুরু করবে

বিডিলাইভ রিপোর্ট: নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।

কোম্পানি সূত্রে জানা যায়, এ লক্ষ্যে আগামী ৫ আগস্ট শনিবার গাজীপুরের পূবাইলে নতুন এ প্রকল্পটির উৎপাদন শুরু হবে। আর এতে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে প্রায় দ্বিগুণ।

সূত্র মতে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ও নিজস্ব অর্থায়নে করা হয়েছে এই প্রকল্পটি। চলতি ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটি তাদের ব্যাটারি ইউনিট থেকে ২ লাখ ৬৫ হাজার ব্যাটারি উৎপাদন করবে। আগামী ২০১৮-১৯ অর্থবছরে এই ক্ষমতা হবে ৫ লাখ ৫০ হাজারে। ধারাবাহিকভাবে কোম্পানিটি তাদের ব্যাটারি উৎপাদন ক্ষমতা ৬ লাখ ৫০ হাজারে নিতে চায়। এই লক্ষ্যকে সামনে রেখে বাণ্যিজ্যিকভাবে উৎপাদন শুরুর যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।


ঢাকা, আগস্ট ০৩(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.