bdlive24

টিভি চ্যানেলের নিউজরুম থেকে বের হল সাপ (ভিডিও)

শুক্রবার আগস্ট ০৪, ২০১৭, ০৪:৪২ পিএম.


টিভি চ্যানেলের  নিউজরুম থেকে বের হল সাপ (ভিডিও)

বিডিলাইভ ডেস্ক: ইঁদুর, মাকরসা, আরশোলা এসব অফিস কাছারিতে দেখতে অনেকেই অভ্যস্ত। তবে  চ্যানেল 9 ডারউইন-এর নিউজ ডেস্কে সাউন্ড বক্সের পিছনে ‌যিনি উঁকি দিচ্ছিলেন পাইথন নামে বিশাল বড় একটি সাপ। এটা হয়তো কেউ কল্পনাও করেননি।

জানা যায়, প্রথমে এক মহিলা সাংবাদিক টের পান এডিটিং মেশিনের পাশে কিছু একটা নড়ছে।  সাহস করে তিনি এগিয়ে গেলে তিনিই প্রথম দেখতে পান বিশালাকার সেই পাইথন সাপটি।

অস্ট্রেলিয়ান এই টিভি চ্যানেলটির নিউজরুমে তখন চূড়ান্ত ব্যস্ততা। বুলেটিনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মাঝে নিউজ রুমে সাপ ঢোকার খবরে অফিসের প্রায় সবকর্মী কার্যত ছুটে এসেছিলেন নিউজরুমে। কীভাবে সাপটিকে বের করা হবে, তা নিয়ে  নানা মুনি নানা মত দিতে থাকেন।

হাতের নাগালে একটি স্ট্যান্ড হ্যাঙ্গারের মতো বানিয়ে নেন ওই সংবাদকর্মী। ধীর স্থির ভাবে তিনি হ্যাঙারের মধ্যে সাপটিকে পেঁচিয়ে ফেলেন। একটি ব্যাগ নিয়ে নিউজরুমে তৈরি ছিলেন আরও একজন। ওই মহিলা সাংবাদিক ঠাণ্ডা মাথায় সাপটিকে ব্যাগে বন্দি করেন। আর তারপরই ‌যেন স্বস্তি পান চ্যানেল 9 ডারউইন-এর অন্যান্য কর্মীরা।


ঢাকা, আগস্ট ০৪(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.