bdlive24

জাদেজার নয়া রেকর্ড

শনিবার আগস্ট ০৫, ২০১৭, ০৭:২৬ পিএম.


জাদেজার নয়া রেকর্ড

বিডিলাইভ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজের টেস্ট ক্যারিয়ারে ১৫০ উইকেটের মালিক হলেন রবীন্দ্র জাদেজা।

শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি'সিলভা তার টেস্ট ক্যারিয়ারের ১৫০তম শিকার। আর সেই বিচারে তিনি টপকে গেলেন কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিংদেরও। কারণ, দেড়শ উইকেট ঝুলিতে ভরতে রবীন্দ্র জাদেজা নিলেন মাত্র ৩২টি টেস্ট। দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন জাদেজা।

অনিল কুম্বলের ১৫০ উইকেট পেতে লেগেছিল ৩৪টি টেস্ট। হরভজন সিংয়ের ক্ষেত্রে লেগেছিল ৩৫টি টেস্ট। আর হরিয়ানার হ্যারিকেন কপিল দেবের ক্ষেত্রে লেগেছিল ৩৯টি টেস্ট। এই বিষয়ে জাদেজার আগে শুধু রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ১৫০ উইকেট পেতে সময় নিয়েছিলেন মাত্র ২৯টি টেস্ট। এই প্রসঙ্গে, কলম্বো টেস্টের খবরও জেনে নিন। ভারতের ৬২২/৯ এর জবাবে ব্যাট করতে নেমে শনিবার শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮৩ রানে। পাঁচ উইকেট নেন অশ্বিন।


ঢাকা, আগস্ট ০৫(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.