bdlive24

শুভ-মাহির ‘ঢাকা অ্যাটাক’র প্রথম পোস্টার

রবিবার আগস্ট ০৬, ২০১৭, ০৪:১০ পিএম.


শুভ-মাহির ‘ঢাকা অ্যাটাক’র প্রথম পোস্টার

বিনোদন ডেস্ক: চলতি বছরের ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও মাহিয়া মাহির ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি। প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হলো।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা অ্যাটাকের ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশ করা হয়।

পোস্টারটি দেখে অনেকেই ঢাকা অ্যাটাকের ফেসবুক পেজে প্রশংসা করছেন। কেউ কেউ বলেছেন বাংলা সিনেমায় প্রথম এ ধরনের পোস্টার প্রকাশ করা হলো।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমা কর্তপক্ষ বলছে, শুধু বাংলাদেশ নয়, তাদের প্রচার-প্রচারণা একযোগে চলবে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে।

সিনেমাটির কাহিনীকার সানী সানোয়ার সৃজন জানান, গণসংযোগ, ডিজিটাল মিডিয়া, রেডিও-টিভি, পোস্টার, ব্যানার-বিলবোর্ড-কাটআউট-লিফলেটসহ নানা আয়োজন অন্তর্ভূক্ত থাকছে প্রচার-প্রচারণায়। আজ (শনিবার) সিনেমাটির প্রথম পোস্টার ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হলো। অচিরেই প্রকাশ পাবে প্রিন্ট ভার্সনেও। আগষ্টের মাঝামাঝিতে একটি টিজার এবং ঈদ-উল-আযহার সময় একটি ট্রেলার মুক্তি দেয়ার প্রচেষ্টা চলছে। এরপর একে একে মুক্তি দেয়া হবে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার সবগুলো গান।

সিনেমাটির প্রধান দু’জন অভিনেতা-অভিনেত্রী আরিফিন শুভ ও মাহিয়া মাহি, পরিচালক দীপঙ্কর দীপন ‘ইন্টান্যাশনাল প্রমোশনাল ট্যুর’-এ দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়াসহ অন্যান্য দেশ সফর শুরু করবেন অক্টোবরের মাঝামাঝি থেকে। তারা সেখানে প্রবাসী বাংলাদেশীদের মাঝে সিনেমাটির নানা দিক তুলে ধরে প্রচার-প্রচারণা চালাবেন। ইতোমধ্যে এইসব দেশের বেশ কিছু সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত হয়েছে।

সানী সানোয়ার বলেছেন, বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে এটি সকল শ্রেণীর দর্শকের মন জয় করবে বলে আমাদের বিশ্বাস। দেশীয় চলচ্চিত্রে আধুনকিতার ছোঁয়া, শতভাগ মৌলিক গল্প, সর্বোচ্চ সংখ্যক তারকা অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি, অসম্ভব সুন্দর কিছু গান, বিশাল আয়োজনসহ আরও নানা বিষয় যুক্ত করার মধ্যদিয়ে সিনেমাটি দর্শকদের উপভোগ্য করার সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে। আমরা আশা করি সিনেমাটিতে দর্শকদের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ এবং থ্রি-হুইলারস লিঃ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা, এবং শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে।


ঢাকা, আগস্ট ০৬(বিডিলাইভ২৪)// জেড ইউ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.