bdlive24

চসিকের ১৬৫ কোটি টাকার প্রকল্পে অর্থ দেবে বিএমডিএফ

রবিবার আগস্ট ০৬, ২০১৭, ০৮:৫২ পিএম.


চসিকের ১৬৫ কোটি টাকার প্রকল্পে অর্থ দেবে বিএমডিএফ

কে.এম জাহেদ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) অর্থায়নে ১৬৫ কোটি টাকায় চারটি বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার সন্ধ্যায় চসিকের সম্মেলন কক্ষে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এর উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৭ গণ্ডা জায়গার ওপর বকশিরহাটে ২৫ কোটি টাকা ব্যয়ে কিচেন মার্কেট কাম ৬ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ, ৩৩ গণ্ডা জায়গার ওপর ৩২ কোটি টাকা ব্যয়ে ফিরিঙ্গিবাজারে ১০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ, ৩০ গণ্ডা জায়গার ওপর ৬৩ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ আগ্রাবাদে ১০ তলা ভবন নির্মাণ, ৩২ গণ্ডা জায়গার ওপর ৪৫ কোটি টাকা ব্যয়ে ফইল্যাতলি বাজারে কিচেন মার্কেট কাম ১০ তলা ভবন নির্মাণ।

প্রাথমিকভাবে চসিক চার প্রকল্প বাস্তবায়নে ১৬৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করেছে। এর মধ্যে ১৫০ কোটি টাকা দেবে বিএমডিএফ, বাকি ১৫ কোটি টাকা করপোরেশনের নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে। এ প্রকল্পের মধ্যে ৮০ শতাংশ বা ১৩০ কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে। ২০ কোটি টাকা ৫ শতাংশ সুদে বিএমডিএফ ঋণ হিসেবে দিচ্ছে। ঋণের টাকা ১০ বছরে পরিশোধ করতে হবে চসিককে।

মেয়র বলেন, আগ্রাবাদ এক্সেস রোড ও পোর্ট কানেকটিং রোডে সংস্কার ও উন্নয়নে জাইকা অর্থায়ন করছে। বিএমডিএফের অর্থায়নে চার প্রকল্প বাস্তবায়িত হলে চাসিক আর্থিকভাবে লাভবান হবে এবং নগরবাসীর দৈনন্দিন কাজ আরও গতিশীল হবে।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচএম সোহেল, মোরশেদ আকতার চৌধুরী, গিয়াস উদ্দিন, জহরলাল হাজারী, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, চার প্রকল্পের পরিচালক (পিডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, আবু সালেহ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, বিএমডিএফের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) স্থপতি মুন্তাসির মাহমুদ প্রমুখ।


ঢাকা, আগস্ট ০৬(বিডিলাইভ২৪)// ই নি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.