bdlive24

প্রথম ঘন্টায় সূচকের মিশ্র প্রবণতা

মঙ্গলবার আগস্ট ০৮, ২০১৭, ১১:৩২ এএম.


প্রথম ঘন্টায় সূচকের মিশ্র প্রবণতা

বিডিলাইভ ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৪৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে ৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।


ঢাকা, আগস্ট ০৮(বিডিলাইভ২৪)// এস আর
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.