bdlive24

জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান চসিকের

মঙ্গলবার আগস্ট ০৮, ২০১৭, ০৫:৫৯ পিএম.


জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান চসিকের

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে মহেশখাল ও গয়নার ছড়ার দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে নেতৃত্বদেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র এর আগে জানিয়েছিলেন, জলাবদ্ধতা থেকে মুক্তির লক্ষ্যে চি‎হ্নিত খালগুলো পুনরুদ্ধার ও খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথা।

এসময় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে চসিকের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক বলেন, উচ্ছেদ অভিযানে ৬টি ডাম্প ট্রাক, ২টি পেলোডার, ১টি ব্যাক হো লোডার, ২টি এস্কেভেটার ব্যবহার করা হচ্ছে। কাজ করছেন অর্ধশতাধিক শ্রমিকও।

তিনি বলেন, উচ্ছেদ অভিযানটি সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশ থেকে শুরু হয়। অভিযানের চার ঘন্টায় ফইল্যাতলি বাজার ও গয়নার ছড়া এলাকা থেকে বিপুলসংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


ঢাকা, আগস্ট ০৮(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.