bdlive24

দক্ষিণ আফ্রিকায় অনাস্থা ভোটের মুখোমুখি জুমা

বুধবার আগস্ট ০৯, ২০১৭, ০১:৪৩ এএম.


দক্ষিণ আফ্রিকায় অনাস্থা ভোটের মুখোমুখি জুমা

বিডিলাইভ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন। দেশটির পার্লামেন্ট সদস্যরা মঙ্গলবার গোপন ব্যালটে এ ভোট দিচ্ছেন। খবর এএফপি’র।

বিরোধী দল আশা করছে, তার ওপর ক্ষুব্ধ এএনসি’র আইন প্রণেতারা জুমার ক্ষমতাচ্যুতিতে সহায়তা করতে পারেন।

দুর্নীতি কেলেঙ্কারী ও রুগ্ন অর্থনীতির কারণে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) ভেতরে জুমা সমালোচিত হচ্ছেন। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এএনসি গোপন ব্যালটে ভোট দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলটি আশা করছে, অনাস্থা ভোটের উদ্যোগটি ব্যর্থ হবে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটায় পার্লামেন্ট অধিবেশন শুরু হবে। এদিকে পার্লামেন্ট অধিবেশনকে সামনে রেখে বেশ কয়েকটি বিরোধী দল কেপটাউনে অবস্থিত জাতীয় পরিষদে বিক্ষোভ করতে যাচ্ছে।

সোমবার আকস্মিকভাবে গোপন ব্যালটে ভোটের সিদ্ধান্ত জানান পার্লামেন্টের স্পীকার। এরপর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালাইয়েন্স পার্টি বলেছে, ‘এএনসি’র এমপিদের কোন ওজর-আপত্তি চলবে না। জুমাকে অপসারণে তাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে।’


ঢাকা, আগস্ট ০৯(বিডিলাইভ২৪)// ই নি
 
        print

এই বিভাগের আরও কিছু খবর


মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.