bdlive24

‘ডুব’-এর মুক্তির খবরে ইরফানের উচ্ছ্বাস

বৃহস্পতিবার আগস্ট ১০, ২০১৭, ০৬:৩৬ পিএম.


‘ডুব’-এর মুক্তির খবরে ইরফানের উচ্ছ্বাস

বিডিলাইভ রিপোর্ট: ‘ডুব’-এর মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবির অন্যতম প্রযোজক ও অভিনেতা ইরফান খান। অনেক আলোচনা-সমালোচনা ও জক্কি-ঝামেলা শেষে ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর এ সিনেমা।

খবরটি শোনার পরপরই ফেইসবুক স্ট্যাটাসে উচ্ছ্বাস প্রকাশ করেন ইরফান, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি, সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি'।

ইরফান ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন টালিগঞ্জের পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।

উল্লেখ্য ‘ডুব’-এর মধ্য দিয়েই বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেক হয় ইরফান খানের। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি অর্থ লগ্নিও করেছেন সিনেমাটির পেছনে। সেকারণে ছবিটি মুক্তির জন্য বাড়তি আগ্রহ নিয়েই অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেন্সরবোর্ড ছবিটি নিয়ে আপত্তি তোলায় তার অপেক্ষা দীর্ঘ হতে থাকে।

আদৌ কবে ছবিটি রিলিজ পাবে তা নিয়ে ছিল সংশয়। তবে সেই সংশয় কাটিয়ে গতকাল ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।


ঢাকা, আগস্ট ১০(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.