bdlive24

মানিকগঞ্জে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

শুক্রবার আগস্ট ১১, ২০১৭, ০৭:৩৬ পিএম.


মানিকগঞ্জে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে জোৎস্না (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
 

আজ শুক্রবার সকালে উপজেলার ভাকলা গ্রামে বাড়ির পাশের পুকুর পাড়ে একটি আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জোৎস্নার পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির অত্যাচার সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।


এ ঘটনায় জোৎস্নার পিতা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে যৌতুক আইনে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার পর স্বামী হাসান আলী (৩৫) ও ননদ বেদেনা আক্তারকে (৩০) পুলিশ আটক করেছে।

অন্য আসামিরা হলেন, শ্বশুর নবীন শেখ, দেবর আসলাম, শ্বাশুরি নইমুন আক্তার রহিমা।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে ওই গ্রামের নবীন শেখের পুত্র হাসান আলীর সাথে একই উপজেলার বোয়ালী পাড়া গ্রামের ওয়াজেদ আলীর কন্যা জোৎস্না বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কৌশলে জোৎস্নার শ্বশুর-শ্বাশুরি যৌতুক দাবি করে আসছিলো। চাহিদা অনুযায়ী চার লাখ টাকা যৌতুক পরিশোধ না করায় স্বামী, শ্বশুর-শ্বাশুরি, ননদ, দেবর সকলে জোৎস্নাকে নির্যাতন করত। এ নিয়ে কয়েকবার বিচার সালিশও  হয়েছে। কিছুদিন আগেও নগদ ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে পরিশোধ করা হয়েছে।

এ ব্যাপারে শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশের ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাকী আসামিদেরও আটক করা হবে বলে তিনি জানান।


ঢাকা, আগস্ট ১১(বিডিলাইভ২৪)// এস এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.