bdlive24

১০ বছরে শাহরুখের ‘চাক দে ইন্ডিয়া’

শুক্রবার আগস্ট ১১, ২০১৭, ০৯:০০ পিএম.


১০ বছরে শাহরুখের ‘চাক দে ইন্ডিয়া’

বিডিলাইভ ডেস্ক: বিভিন্ন ছবির মাধ্যমে বক্স অফিসে ঝড় কম তোলেননি শাহরুখ খান। কিন্তু তার এই দীর্ঘ ক্যারিয়ারে এমন কিছু ছবির তালিকা করলে নিশ্চিতভাবে 'চাক দে ইন্ডিয়া' সিনেমাটি অন্যতম। গতকাল মুক্তির ১০ বছর পূর্ণ করল ‘চাক দে ইন্ডিয়া’।

এই ছবিতে ‘কবির খান’ চরিত্রের অভিনয় করে মানুষের হৃদয় জয় করেছিলেন শাহরুখ। অনেকের মতে, এটাই শাহরুখের সেরা ছবি।

১০ বছর পূর্তিতে সেই কালজয়ী ছবির স্মৃতিচারণায় সমগ্র বলিউড। আজও হিন্দি চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে টাটকা ‘চাক দে ইন্ডিয়া’র কোচ কবির খান এবং তার বাহিনীর ১৬টি কন্যা।

বলিউডের ‘কিং অব রোমান্স’কে এই ছবিতে দুই হাত প্রসারিত করে প্রেমের ঝড় তুলতে দেখা যায়নি। ‘চাক দে ইন্ডিয়া’তে শাহরুখ তার চেনা ছবির বাইরে গিয়ে এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে বলিউডের বাদশার হাতে প্রেমের জাদুকাঠি ছিল না, তার বদলে ছিল হকির স্টিক।

১৬ জনের ভারতীয় মহিলা হকি দলের প্রশিক্ষকের ভূমিকায় দেখা যায় তাকে। কঠোর, পরিশ্রমী, গুরুগম্ভীর কোচের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন শাহরুখ। ছবিতে হকি দলের খেলোয়াড়ের ভূমিকায় যারা অভিনয় করেছিলেন, বেশির ভাগই ছিলেন চলচ্চিত্র জগতের বাইরের। কিন্তু গল্প, অভিনয়, নির্মাণ—সব মিলিয়ে ‘চাক দে ইন্ডিয়া’ ভারতের সেরা ছবিগুলোর একটি হয়ে আছে।যশরাজ ব্যানারে মুক্তি পাওয়া ‘চাক দে ইন্ডিয়া’র পরিচালক ছিলেন শীমিত আমিন।


ঢাকা, আগস্ট ১১(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.