bdlive24

পিরোজপুরে সেতু ভেঙে দুই উপজেলার সঙ্গে সড়ক বন্ধ

শনিবার আগস্ট ১২, ২০১৭, ১২:২২ পিএম.


পিরোজপুরে সেতু ভেঙে দুই উপজেলার সঙ্গে সড়ক বন্ধ

পিরোজপুর প্রতিনিধি: মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার সঙ্গে ১২টি পথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাদারসী এলাকায় শুক্রবার রাতে পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে পার হওয়ার সময় একটি বেইলি সেতু ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দিবাগত রাত দুইটার দিকে পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে সেতুটি পার হচ্ছিল। এ সময় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকে যান দুটির চালক পলাতক। সেতুটি ভেঙে পড়ায় মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুরসহ ১২টি পথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পিরোজপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, সর্বোচ্চ ২০ টন ধারণক্ষমতাসম্পন্ন বেইলি সেতুটি দিয়ে মোট ৫০ টনের পাথরবোঝাই দুটি ট্রাক (প্রতি ট্রাকে ২৫ টন) একসঙ্গে পার হওয়ায় সেতুটি ভেঙে যায়।


ঢাকা, আগস্ট ১২(বিডিলাইভ২৪)// আর কে
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.