bdlive24

উ.কোরিয়ার হুমকি, জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা

শনিবার আগস্ট ১২, ২০১৭, ০৩:৪৩ পিএম.


উ.কোরিয়ার হুমকি, জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা

বিডিলাইভ ডেস্ক: উত্তর কোরিয়া সম্প্রতি জাপানের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের গুয়ামে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ায় জাপান প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে।

আজ শনিবার তারা এ পদক্ষেপ গ্রহণ করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বাগযুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনাও বেড়ে গেছে।

সরকারি সম্প্রচারকেন্দ্র এনএইচকে জানায়, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পশ্চিমাঞ্চলে শাইম্যান, হিরোশিমা ও কোচিতে প্যাট্রয়েট এডভ্যান্সড ক্যাপাবিলিটি-৩ (প্যাক-৩) ক্ষেপণাস্ত্র পদ্ধতি মোতায়েন করছে। কারণ উত্তর কোরিয়ার হুঁশিয়ারি অনুযায়ী, তারা এ পথ দিয়েই গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।

এনএইচকে আরো জানায়, জাপান এছাড়াও পাশ্ববর্তী ইহিমে ক্ষেপনাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করছে।

জাপান সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদা সুগা চলতি সপ্তাহে বলেন, জাপান সরকার উত্তর কোরিয়ার কোন প্রকার হুমকি বরদাশত করবে না। দেশটির সামরিক বাহিনী হুমকি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


ঢাকা, আগস্ট ১২(বিডিলাইভ২৪)// এস এইচ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.