bdlive24

কুবিতে বিএনসিসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শনিবার আগস্ট ১২, ২০১৭, ০৪:৫৬ পিএম.


কুবিতে বিএনসিসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কুবি প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক শোভাবর্ধনকারী গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বৈশাখী চত্বর এবং আবাসিক হলগুলোতে বকুল, হাসনাহেনা, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, কদম, চাম্পাকদমসহ শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ লাগানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের পি.ইউ.ও মো: শামীমুল ইসলাম। এ সময় প্লাটুনের সি.ইউ.ও মো: সোহান শেখ, প্লাটুনের সামরিক স্টাফ কর্পোরাল বাবুল সহ প্লাটুনের ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের সি.ইউ.ও মো: সোহান শেখ বলেন, বিএনসিসি সবসময় বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে। তাই প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল।


ঢাকা, আগস্ট ১২(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.