bdlive24

২০২১ পর্যন্ত বার্নাব্যুর বাসিন্দা জিদান

শনিবার আগস্ট ১২, ২০১৭, ০৫:৪৮ পিএম.


২০২১ পর্যন্ত বার্নাব্যুর বাসিন্দা জিদান

বিডিলাইভ ডেস্ক: রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন জিনেদিন জিদান।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলছে, চুক্তি মোতাবেক ২০২১ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের কোচিং করাবেন এই ফরাসিম্যান।

অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের ঘোষণা দেয়নি স্প্যানিশ লা লিগার গত মৌসুমের চ্যাম্পিয়নরা।

২০১৬ সালের জানুয়ারিতে স্পেনে উড়ে আসেন জিদান। তার অধীনে দুটি চ্যাম্পিয়নস লিগ আর লা লিগার মুকুট ঘরে তুলেছে রিয়াল। জিদান রিয়ালে যোগ দেন আড়াই বছরের জন্য। সেক্ষেত্রে ২০১৮ সালের জুনে তার সঙ্গে রিয়ালের চুক্তি শেষ। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই জিদানের সঙ্গে নতুন করে চুক্তির কাজটা সেরে নিল মাদ্রিদ। এদিকে জিদানের বার্ষিক বেতন দ্বিগুণ করা হয়েছে। আগে ৩.৬ মিলিয়ন পাউন্ড করে বেতন তুলতেন তিনি। নতুন চুক্তিতে সেটা দ্বিগুণ করে দেয়া হয়েছে। ফলে আগামী বছরের জুলাই থেকে ৭.২ মিলিয়ন পাউন্ড করে বেতন পাবেন রোনালদো-ইসকোদের বস।


ঢাকা, আগস্ট ১২(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.