bdlive24

ভোলাহাটে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি

শনিবার আগস্ট ১২, ২০১৭, ০৬:১৩ পিএম.


ভোলাহাটে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গত বৃহস্পতিবার জেলাব্যাপী শুরু হওয়া টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা ফসলি জমি। বেহাল হয়ে পড়েছে পথঘাট। ভেঙ্গে পড়েছে কালভার্ট। বন্ধ হয়ে গেছে যাতায়াত। আম বাগানসহ বিভিন্ন জমিতে জমেছে হাঁটু পানি।

অবিরাম বৃষ্টিতে বিলচাতরা, শৈগাড়ী, বিলভাতিয়াসহ বিভিন্ন স্থানের হাজার হাজার বিঘা রোপা আউশ ও রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। নিষ্কাশনের পর্যাপ্ত সুবিধা না থাকায় ধীরে ধীরে বের হচ্ছে পানি।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, এর মধ্যে শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। তবে তিনি বলেন, পানির নিচে তলিয়ে থাকা ফসলের ক্ষতি হবে না। ধীরে ধীরে পানি সরে যাবে। আশা করা যায়, কৃষক তাদের ফসল স্বাভাবিকভাবেই ঘরে তুলতে পারবেন।

বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে উপজেলার পথঘাট। ভোলাহাট-গোমস্তাপুর উপজেলা সংযোগ সড়ক, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), এলজিইডিসহ গ্রাম্য পথগুলি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে, কাদা ও গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। উপজেলা সদরের মেডিকেল মোড় হতে মুন্সিগঞ্জ মহানন্দা নদী সড়কের মুন্সিগঞ্জ হাটের পাশে এলজিইডির প্রায় দু’দশক পূর্বে তৈরী কালভার্টটি নিচে দেবে গিয়ে সড়কটি প্রায় বন্ধ হয়ে পড়েছে। ফলে চলাচলে ঝুঁকি বেড়েছে ওই পথ ব্যবহারকারীদের।

কালভার্টে রিক্সা-ভ্যান নিয়ে রাতের আঁধারে পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বেশ ক’জন। দ্রুত পথঘাট মেরামতের দাবী করেছেন এলাকাবাসী।


ঢাকা, আগস্ট ১২(বিডিলাইভ২৪)// ই নি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.