bdlive24

বিপাশা-তানিয়ার নাটকে নোবেল-মম

শনিবার আগস্ট ১২, ২০১৭, ১১:৪৯ পিএম.


বিপাশা-তানিয়ার নাটকে নোবেল-মম

বিডিলাইভ রিপোর্ট: ‘ছায়া’ নামে নতুন একটি নাটকে অভিনয় করছেন নোবেল। বিপাশা হায়াতের রচনা ও তানিয়া আহমেদের পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। তিন তারকার এ নাটকের শুটিং শেষ হবে রোববার।

নাটকটি নিয়ে নোবেল বললেন, অফিসের ব্যস্ততায় তেমন কাজ করা হয় না আমার। তবে ‘ছায়া’ গল্পটা আমার দারুণ লেগেছে। গল্পে অভিনয়ের সুযোগ আছে।

নাটকটি নিয়ে তানিয়া আহমেদ জানালেন, দীর্ঘদিন পর নোবেল-এর সঙ্গে কাজ করছি। ও আমার খুব ভালো বন্ধু। একসঙ্গে অনেক নাটকে কাজ করলেও আমার নির্মাণে কখনো কাজ করেনি।
সেকারণে ভাবলাম এবার ওকে নিয়ে নাটকটা করি। আর বিপাশার গল্পটা অসাধারণ।

এবার ঈদে চ্যানেল আইয়ে দেখানো হবে নাটকটি। এতে নোবেলের সঙ্গে জুটি বেঁধেছেন মম।


ঢাকা, আগস্ট ১২(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.