bdlive24

বিদ্যুত্ ‘খেয়ে’ খিদে মেটান নরেশ কুমার

রবিবার আগস্ট ১৩, ২০১৭, ০৯:৩১ এএম.


বিদ্যুত্ ‘খেয়ে’ খিদে মেটান নরেশ কুমার

বিডিলাইভ ডেস্ক: এবার সামনে এল এক অদ্ভুত নেশার কথা। ভারতের উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের বাসিন্দা নরেশ কুমারের নেশা হচ্ছে ‘বিদ্যুত্ খাওয়া’। ৪২ বছর বয়সী নরেশ কুমার জ্বলন্ত বাল্বের সংযোগ-তারগুলো দাঁত দিয়ে চিবিয়ে খেতে পছন্দ করে।  এভাবে নাকি তার শরীরে ‘এনার্জি কালেক্ট’ হয় এবং খিদে ভাব চলে যায়। স্থানীয় লোকজন তাকে ‘হিউম্যান লাইট বাল্ব’ বলেই ডাকে।

নরেশ কুমারের দাবি, তিনি নিজেকে যেকোনও সময় সরাসরি ইলেকট্রিক লাইনের সঙ্গে সংযুক্ত করে দিতে পারেন। সরাসরি শরীরে ২২০ ভোল্ট বিদ্যুত্ প্রবাহ সহ্য করতে পারেন। কোনওরকম শক লাগে না। বাড়িতে কোনও খাবার না থাকলে তিনি বিদ্যুত্ ‘খেয়ে’ থাকেন! ৩০ মিনিট ‘এনার্জি’ সংগ্রহের পর তিনি কয়েক ঘন্টার মধ্যে আর কোনও খিদে অনুভব করেন না। -জি নিউজ


ঢাকা, আগস্ট ১৩(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.