bdlive24

সপ্তাহের প্রথম দিন সূচকের উত্থানে চলছে লেনদেন

রবিবার আগস্ট ১৩, ২০১৭, ১১:৫০ এএম.


সপ্তাহের প্রথম দিন সূচকের উত্থানে চলছে লেনদেন

বিডিলাইভ ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩২ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের দেড় ঘণ্টায় সিএসইতে ১৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।


ঢাকা, আগস্ট ১৩(বিডিলাইভ২৪)// এস আর
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.