bdlive24

অবশেষে ‘এসেনসিয়াল’ ফোনের ফাস্ট লুক প্রকাশ

রবিবার আগস্ট ১৩, ২০১৭, ১১:৫৪ এএম.


অবশেষে ‘এসেনসিয়াল’ ফোনের ফাস্ট লুক প্রকাশ

বিডিলাইভ রিপোর্ট: আলোচিত টেক স্টার্টআপ এসেনসিয়ালের প্রথম ফোনের ফাস্ট লুক প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে ফোনটি নিয়ে অনেকের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।

কয়েকদিন আগে গুগলের সাবেক কর্মকর্তা অ্যান্ডি রুবিন এক টুইট বার্তায় জানিয়েছিলেন, শুরুতে বিপুল সংখ্যক এসেনসিয়াল ফোন উৎপাদন করা হবে। শিগগিরই ক্রেতারা এটি হাতে পাবেন।’

ফোনটি যদিও জুন মাসে অবমুক্ত করা হয়। তখন জানানো হয় ক্রেতারা শিগগিরই বাজার থেকে ফোনটি কিনতে পারবেন। ফোনটির দাম হবে ৬৯৯ ডলার।

ফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৩১২ পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও ১৯:১০। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, অ্যাড্রিনো ৫৪০ জিপিইউ এবং ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।

এসেনসিয়ালের এই ফোনটিতে ১২৮ জিবি বিল্টইন মেমোরি থাকছে। ছবির জন্য এতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ব্যাপআপের জন্য ফোনটিতে ৩০৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।ঢাকা, আগস্ট ১৩(বিডিলাইভ২৪)// পি ডি
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.