bdlive24

দৌড় ১০ মিনিট দেরিতে শুরু হওয়ায় বোল্টের পতন!

রবিবার আগস্ট ১৩, ২০১৭, ০১:৩৫ পিএম.


দৌড় ১০ মিনিট দেরিতে শুরু হওয়ায় বোল্টের পতন!

বিডিলাইভ ডেস্ক: এর আগে ১০০ মিটারেও স্বর্ণ জিততে পারেননি বোল্ট। গতি দিয়ে দীর্ঘদিন মোহাচ্ছন্ন করে রাখা বোল্ট সেই জায়গায় জিতেছেন ব্রোঞ্জ! তাই রিলেতে সেই আক্ষেপ ঘোচানোর ইচ্ছা থাকলেও শেষটায় সঙ্গী হয়েছে হতাশা।

লন্ডনে অনেক আশা নিয়ে ৪x১০০ মিটার রিলের শেষ লেপে ব্যাটন হাতে নিয়েছিলেন বোল্ট। লক্ষ্য ছিল সবার আগে পৌঁছে রঙিন এক ক্যারিয়ার শেষ করার দিকে।  ভাগ্যদেবী হয়তো সহায় ছিলেন না। ক্ষিপ্র গতিতে দৌড় শুরুর পরই পেশিতে টান লেগে পড়ে যান মাটিতে।

দৌড় শেষ না করেই সতীর্থদের সহায়তায় ট্র্যাক ছেড়ে যেতে হয় জ্যামাইকান তারকাকে। সেই সতীর্থরাই বোল্টের ইনজুরির দায় চাপাচ্ছেন কর্তৃপক্ষের ঘাড়ে! সতীর্থ ইয়োহান ব্লেকের দাবি , ‘দৌড় ১০ মিনিট দেরিতে শুরু হয়েছিল। আমরা প্রায় ৪০ মিনিটের মতো ছিলাম। আমাদের অনেকক্ষণ রেখে দিয়েছিল।’

লন্ডন স্টেডিয়ামে শনিবার রাতে ৩৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করে গ্রেট ব্রিটেন। ৩৭.৫২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩৮.০৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছে জাপান।

সবার শেষে বোল্ট যখন ব্যাটন হাতে নেন, জ্যামাইকা তখন তৃতীয় অবস্থানে। অন্যসময় সহজেই প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতেন ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক। কিন্তু এবার পারলেন না। বরং কিছুদূর যাওয়ার পরই পায়ে টান খেয়ে খোড়াতে শুরু করেন এবং পড়ে যান।এক নজরে বোল্টের কীর্তি-

২০০৭ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-রৌপ্য (২০০ মিটার), রৌপ্য (৪x১০০ মিটার)

২০০৮ অলিম্পিক-স্বর্ণ (১০০ মিটার), স্বর্ণ (২০০ মিটার)

২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-স্বর্ণ (১০০ মিটার), স্বর্ণ (২০০ মিটার), স্বর্ণ (৪x১০০ মিটার)

২০১১ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-স্বর্ণ (২০০ মিটার), স্বর্ণ (৪x১০০ মিটার)

২০১২ অলিম্পিক- স্বর্ণ (১০০ মিটার), স্বর্ণ (২০০ মিটার), স্বর্ণ (৪x১০০ মিটার)

২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-স্বর্ণ (১০০ মিটার), স্বর্ণ (২০০ মিটার), স্বর্ণ (৪x১০০ মিটার)

২০১৫ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-স্বর্ণ (১০০ মিটার), স্বর্ণ (২০০ মিটার), স্বর্ণ (৪x১০০ মিটার)

২০১৬ অলিম্পিক- স্বর্ণ (১০০ মিটার), স্বর্ণ (২০০ মিটার), স্বর্ণ (৪x১০০ মিটার)

২০১৭ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ- ব্রোঞ্জ (১০০ মিটার)


ঢাকা, আগস্ট ১৩(বিডিলাইভ২৪)// আর কে
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.