bdlive24

চলচ্চিত্র নির্মাণে ফিরছেন শাবানা

রবিবার আগস্ট ১৩, ২০১৭, ০৩:৩৬ পিএম.


চলচ্চিত্র নির্মাণে ফিরছেন শাবানা

বিডিলাইভ ডেস্ক: কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা গ্রহণ করেন চলচ্চিত্র অভিনেত্রী শাবানা। এরপর ২৮ জুলাই যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। যুক্তরাষ্ট্রে ফিরে গতকাল নতুন করে চলচ্চিত্র নির্মাণের কথা জানান এই অভিনেত্রী।

শাবানা জানান, দেশীয় চলচ্চিত্রের দুর্দশা দেখে খুব খারাপ লাগছে। সিনিয়ররা এগিয়ে না এলে এই অচলাবস্থা কাটবে না। তাই অভিনয় নয়, আবার আমাদের প্রযোজনা সংস্থা এস এস প্রোডাকশনের ব্যানারে চলচ্চিত্র নির্মাণ করব। গল্প আগেই তৈরি করা আছে।

জানা যায়, শাবানা এবং তার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক এই চলচ্চিত্র নির্মাণ করবেন। এবং তারা রাজনীতির সঙ্গেও যুক্ত হচ্ছেন।

ওয়াহিদ সাদিক বলেন, চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মানুষের সেবা করতে চাই। আগামী সংসদ নির্বাচনে গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করব। আর নির্বাচনী প্রচারণায় অংশ নেবে শাবানা। চলচ্চিত্র ও দেশের সেবা করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।


ঢাকা, আগস্ট ১৩(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.