bdlive24

বোল্ট আবার ফিরবেন?

রবিবার আগস্ট ১৩, ২০১৭, ০৬:২৮ পিএম.


বোল্ট আবার ফিরবেন?

বিডিলাইভ ডেস্ক: জীবনের শেষ দৌড়টা শেষই করতে পারলেন না উসাইন বোল্ট। লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪X১০০ মিটার রিলেতে দৌড়াতে গিয়ে মাঝপথেই তাকে বসিয়ে দিল বেরসিক ইনজুরি।

কিন্তু তার চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন মনে করেন, বোল্ট আবার ট্র্যাকে ফিরে আসবেন।

গ্যাটলিন বলেন, ‘আমি তাকে হারিয়ে ১০০ মিটারে স্বর্ণ জিতেছে। এক কী দুই বছর, এরপর আবার সে ট্র্যাকে ফিরবে। আমাকে হারাতে চাইবে। এর মধ্যে সে নিজেকে প্রস্তুত করবে। এই খেলাটির প্রতি তার অন্যরকম টান ও গভীর আবেগ রয়েছে। সে দর্শকদের ভালোবাসে। দর্শকরাও তাকে ভালোবাসে। এটা আসলে এমনই একটা খেলা যেখান থেকে আপনি চাইলেই খুব সহজে চলে যেতে পারবেন না।‘

উল্লেখ্য, ২০১১ সালে ১০০ মিটারে একবার ডিসকোয়ালিফাইড হয়েছিলেন বোল্ট। এর পর ২০০৯ থেকে এই আসরের আগ পর্যন্ত প্রতিটি ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে রাজাই ছিলেন অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্ট। ১১টি সোনার পদক নিয়েই দৌড় অধ্যায়ের ইতি টানলেন এই জ্যামাইকান গতি দানব।


ঢাকা, আগস্ট ১৩(বিডিলাইভ২৪)// ম. উ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.