bdlive24

প্রেম নিয়ে মুখ খুললেন কাজল

রবিবার আগস্ট ১৩, ২০১৭, ০৬:৫৫ পিএম.


প্রেম নিয়ে মুখ খুললেন কাজল

বিডিলাইভ ডেস্ক: কাজল আগরওয়াল ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তার প্রেমের গুঞ্জন নিয়ে গনমাধ্যমে অনেক অালোচনা-সমালোচনা হয়েছে। আশীষ সাজনানি নামের এক হোটেল মালিকের সঙ্গে প্রেম ব্যাপারেও মুখ খোলেনি এই অভিনেত্রী।
শেষ পর্যন্ত সেটা গুঞ্জন পর্যন্তই রয়ে যায়।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, ‘বাহুবলি’ সিনেমার সহ অভিনেতা রানা দাগ্গুবতির সঙ্গে প্রেম করছেন কাজল। তেলেগু ভাষার ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমায় সর্বশেষ রানা দাগ্গুবতির সঙ্গে কাজ করেন তিনি। এ সিনেমার শুটিং থেকেই নাকি তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

কাজলের প্রেমের গুঞ্জন নিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। এসব খবর মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

কাজল বলেন, ‘রানা দাগ্গুবতি আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা পরস্পরের সঙ্গে মিশে সাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া রানা খুব প্রফেশনাল একজন মানুষ।’

‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমার মাধ্যমে প্রথমবার তেলেগু ভাষার সিনেমায় পা রাখলেন কাজল। এটি পরিচালনা করেছেন তেজা। এতে কাজল ‘রাধা’ নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। আর রানা দাগ্গুবতি ক্ষমতাধর একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন।


ঢাকা, আগস্ট ১৩(বিডিলাইভ২৪)// আর এ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.