bdlive24

দ্রুত গতির ইন্টারনেটের দেশ এখন নরওয়ে

রবিবার আগস্ট ১৩, ২০১৭, ০৭:০৭ পিএম.


দ্রুত গতির ইন্টারনেটের দেশ এখন নরওয়ে

বিডিলাইভ ডেস্ক: ব্রডব্যান্ড ইন্টারনেট গতি পরীক্ষা প্রতিষ্ঠান ‘ওকলা’ জানিয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির মোবাইল ইন্টারনেটের দেশ এখন নরওয়ে।  মাত্র ১৩ মাসে ইন্টারনেট গতিতে ১১তম স্থান থেকে প্রথম স্থানে পৌছেছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্টারনেট গতি পরীক্ষার জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্পিডটেস্ট ডটনেট তৈরির পেছনে রয়েছে ওকলা। এই অ্যাপের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় তার ইন্টারনেটের গতি পরীক্ষা করে দেখতে পারেন।

দেশটির মূল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একটি টেলেনর। আগের বছর সেপ্টেম্বরে তারা পৃথক সাবস্ক্রিপশনের জন্য গতি বাড়ানোর পর থেকে দেশটির ইন্টারনেট গতিতে ব্যপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। নরওয়ে-তে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক বানিয়েছে এমন তিনটি প্রতিষ্ঠানের একটি টেলেনর। দেশটির অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই তিন প্রতিষ্ঠানের থেকে নেটওয়ার্ক ভাড়া নিয়ে থাকে। গত মাসের শেষে টেলেনর নেটওয়ার্কের গড় ডাউনলোড গতি ছিল সেকেন্ডে ৫৮.৬ মেগাবিট। যেখানে আরেক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিয়া’র গড় ডাউনলোড গতি ছিল ৪৫.৯ সেকেন্ডে মেগাবিট।


ঢাকা, আগস্ট ১৩(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.