bdlive24

নিউইয়র্ক পুলিশের এক বাংলাদেশি কর্মকর্তার আত্মহত্যা

সোমবার আগস্ট ১৪, ২০১৭, ১২:০২ পিএম.


নিউইয়র্ক পুলিশের এক বাংলাদেশি কর্মকর্তার আত্মহত্যা

বিডিলাইভ রিপোর্ট: হেমায়েত উদ্দিন সরকার (৩৭) নামের নিউ ইয়র্ক পুলিশের এক বাংলাদেশি কর্মকর্তা নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। কুইনসের সেন্ট আলবেন্স এলাকার একটি বাড়িতে তিনি থাকতেন বলে জানা যায়। তার স্ত্রী ও সাড়ে ৩ বছর বয়েসী ছেলে হেমায়েতের সঙ্গেই ওই বাড়িতে থাকতেন।

স্থানীয় সময় রোববার বিকালে নিজ বাড়ির বেইজমেন্টে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।

ময়নাতদন্তের জন্যে হেমায়েতের লাশ সিটি মেডিকেল এক্সামিনারের অফিসে নেওয়া হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

যখন তিনি বেইজমেন্টে নিজের উপর নিজেই গুলি চালান, তখন তার স্ত্রী-সন্তান, বাবা ও পরিবারের অন্য সদস্যরাও সে সময় বাসাতেই ছিলেন।

স্থানীয় বাংলাদেশিদের দেয়া তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের ছেলে হেমায়েত উদ্দিন সরকার যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০০০ সালে। ২০০৫ সালে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন তিনি।


ঢাকা, আগস্ট ১৪(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        print

এই বিভাগের আরও কিছু খবরমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.