bdlive24

ময়মনসিংহে ট্রাকের চাপায় নিহত ২

বুধবার আগস্ট ১৬, ২০১৭, ১২:০৮ পিএম.


ময়মনসিংহে ট্রাকের চাপায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়কের পাশে থাকা দুই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়েছে একটি ট্রাক। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আটকাপাড়া গ্রামের সিরাজউদ্দিন (৭৫) ও কুতুবপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৭০)।

আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার চামটা বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চামটা বাসস্ট্যান্ড এলাকায় ওই দুজন সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জগামী মালবাহী একটি ট্রাক হঠাৎ সড়কের পাশে চলে এসে তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হন। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ওই মহাসড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শী রায়হান মিয়া বলেন, ট্রাকটি দূর থেকেই টালমাটালভাবে চলতে দেখেন তিনি। পরে চামটা বাসস্ট্যান্ডে ওই দুজনকে চাপা দিয়ে ট্রাকটি চলে যায়।


ঢাকা, আগস্ট ১৬(বিডিলাইভ২৪)// জে এইচ
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.